বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আসছেন পিটার ডি হাস। গতকাল শুক্রবার (৯ জুলাই) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
হোয়াইট হাউসের বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশসহ চার দেশে নতুন রাষ্ট্রদূত হিসেবে ৪ জনকে মনোনীত করেছেন। তারা হলেন, বাংলাদেশের জন্য পিটার হাস, ভারতের জন্য এরিক গার্সেটি, চিলির জন্য বার্নাডেট মিহান ও মোনাকোর জন্য ক্যাম্পবেল বাওয়ার। এখন সিনেট চূড়ান্ত অনুমোদন দিলে তাদের নিয়োগ দেয়া হবে।
ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, পিটার ডি. হাস মরক্কোর মার্কিন দূতাবাসে কূটনীতিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর যুক্তরাজ্য ও ভারতে মার্কিন দূতাবাসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
পিটার ডি হাস স্থলাভিষিক্ত হবেন আর্ল আর মিলারের। মিলার ২০১৮ সালের ১৩ নভেম্বর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংবাদচিত্র/বিশেষ সংবাদ