বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনে সহায়তা করার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই। উজবেকিস্তানের তাসখন্দে এক বৈঠকে টিকা সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ ও চীনের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং চীনের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আই নেতৃত্ব দেন।
বৈঠকে টিকা উপহারের পাশাপাশি বাণিজ্যিকভাবে বাংলাদেশে টিকা সরবরাহের জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়েও একমত হন তাঁরা।
‘মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি: সুযোগ ও চ্যালেঞ্জ’-শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ১৪ জুলাই উজবেকিস্তান যান ড. মোমেন। এই সম্মেলনে ৪০টি দেশ থেকে ২৫০ প্রতিনিধি অংশ নিচ্ছেন। সম্মেলন শেষে আগামী ১৯ জুলাই ঢাকা ফিরবেন মন্ত্রী।
সংবাদচিত্র/জাতীয়