নীতিমালা ভঙ্গ এবং ফেসবুকের পাসওয়ার্ড চুরির চেষ্টার দায়ে নয়টি অ্যাপকে তাদের স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল। বিষয়টি নিশ্চিত করেছে প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম এনগ্যাজেট। যদিও অ্যাপগুলোর নাম উল্লেখ করা হয়নি প্রতিবেদনে।
ড. ওয়েব অ্যানালিস্টের প্রতিবেদনে
বলা হয়েছে, অ্যাপগুলি ট্রোজেনের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের লগইনের তথ্য এবং পাসওয়ার্ড চুরি করছে।
অ্যাপগুলোর নাম উল্লেখ করা না হলেও এগুলোর সম্মিলিত ডাউনলোড সংখ্যা ৫৮ লাখের বেশি। এছাড়া হরোস্কোপ ডেইলি এবং রাবিশ ক্লিনার-এর মতো সহজে সার্চ করা নাম ব্যবহার করছে তারা।
প্রতিবেদনে আরও বলা হয়, অ্যাপগুলোতে পাঁচ ধরনের ম্যালওয়্যার থাকলেও তথ্য চুরি করতে সবগুলোতে একই জাভাস্ক্রিপ্ট কোড এবং কনফিগারেশন ফাইল ফরম্যাট ব্যবহার করা হয়েছে।