রবিবার, ৯ নভেম্বর ২০২৫ , ২৪ কার্তিক ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. ভ্রমণ
  3. পাঁচ তারকা হোটেল তৈরি হচ্ছে মহাকাশে

পাঁচ তারকা হোটেল তৈরি হচ্ছে মহাকাশে

কয়েকদিনের ছুটি পেলেই দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন ভ্রমণপিপাসুরা। এবার আর পাহাড়, ঝরনা, সমুদ্র বা প্রকৃতি দেখতে নয় ঘুরতে যেতে পারবেন মহাকাশে। সেখানে গিয়ে ২-৩ দিন থাকতেও পারবেন নিরিবিলি। পৃথিবীর বাইরে জগত ঘুরে আসার এমন সুযোগ পাবেন আর মাত্র ৬ বছর পরেই। ততদিনে মহাকাশ ভ্রমণের প্রস্তুতি নিতে থাকুন!

উড়ন্ত হোটেলে বসেই আপনি ঘুরতে পারবেন মহাকাশে। জানালার বাইরে উঁকি দিয়ে দেখতে পারবেন উল্কা, ধূমকেতু। রোমাঞ্চকর এ অনুভূতি কিন্তু আপনি হোটেলের রুমে বসেই দেখতে পাবেন। সবচেয়ে মজার বিষয় হলো, উড়ন্ত এ হোটেলের ঘরগুরো পৃথিবীতে যে রকম হোটেলের ঘর থাকে তেমনই অনেকটা।

২০২৭ সালে মহাকাশে গড়ে উঠবে প্রথম স্পেস হোটেল। অরবিটাল অ্যাসেম্বলির ভয়জার স্টেশন জোরকদমে মহাকাশে এ হোটেল তৈরির কাজ চালাচ্ছে। ২০২৬ সালের মধ্যেই হোটেলের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন তারা। ২০২৭ থেকে তা খুলে দেওয়া হবে পর্যটকদের জন্য।

জানা গেছে, ফেরিস হুইলের আকারে এ হোটেলটি নির্মিত হবে। সবসময় ঘুরন্ত অবস্থায় থাকবে এ হোটেলটি। পৃথিবীকে ৯০ মিনিটে একবার পাক খেয়ে আসবে। তার গায়ে থাকবে নানা পডস, চাইলে গবেষণার জন্য সরকার তা ভাড়াও নেওয়া যাবে।

সেন্ট্রিফিউগাল ফোর্স ব্যবহার করে হোটেলে কৃত্রিমভাবে মাধ্যাকর্ষণ শক্তি সৃষ্টি করা হবে। তবে এ হোটেলের মাধ্যাকর্ষণ টান পুরোপুরি মহাকাশের মতো হবে না বলেই জানিয়েছে সংস্থা। কারণ মহাশূন্যের জিরো গ্র্যাভিটিতে নড়াচড়ার জন্য দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নেন মহাকাশচারীরা। তবে এ হোটেলে থাকা পর্যটকদের এক্ষেত্রে কোনো সমস্যা হবে না।

ভয়জার স্পেস স্টেশনের প্রস্তাবিত এ হোটেল হবে প্রথম বাণিজ্যিক স্পেস হোটেল। ২৮০ জন পর্যন্ত অতিথির জন্য ডিলাক্স রুমের ব্যবস্থা থাকবে সেখানে। শুধু তাই নয়, মহাকাশে ছুটি কাটানোর জন্য কেউ ভিলা কিনতে চাইলে তারও ব্যবস্থা থাকবে এখানে।

এ ছাড়াও এ হোটেলে থাকবে আনুষঙ্গিক সব ধরনের সুযোগ সুবিধা। জিম, বার, রেস্তোরাঁ এবং বিনোদন কেন্দ্র সবই থাকছে উড়ন্ত হোটেলে। শুধু মহাশূন্যের এ পাঁচ তারকা হোটেলে কোনো পুল থাকবে না।

২০১৯ থেকেই মহাকাশের হোটেল নির্মাণের পরিকল্পনার কথা জানানো হয়। যদিও ২০২৫ সালের মধ্যে এ হোটেলটি পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের জন্য কাজ পিছিয়ে যাওয়ায় আরও দুই বছর পেছানো হয়েছে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা।

তাই এবার না হয় ছুটি কাটানোর পরিকল্পনা হোক পৃথিবীর বাইরে। তবে স্বাভাবিকভাবে মহাকাশে ছুটি কাটাতে হলে বড় অংকের অর্থ তো খরচ হবেই। মহাকাশে সাড়ে ৩ দিন থাকার জন্য খরচ হবে মাথাপিছু প্রায় ৫ মিলিয়ন ডলার অর্থাৎ ৪২ কোটি ২৯ লাখ টাকা।

১৫ জেলায় নতুন ডিসি, মধ্যরাতে প্রজ্ঞাপন

৯ নভেম্বর, ২০২৫, ৮:১৬

কাকরাইলের সেন্ট মেরি’স চার্চে বোমা হামলা: অবিস্ফোরিত বোমা উদ্ধার

৮ নভেম্বর, ২০২৫, ৭:৪০

৪ দিনের সফরে চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ

৮ নভেম্বর, ২০২৫, ৭:৩৩

দুই দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৯

সাপের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ

৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৫

টঙ্গীতে তুলার গুদামে আগুন

৮ নভেম্বর, ২০২৫, ৩:২৩

জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

৮ নভেম্বর, ২০২৫, ৩:১৮

রিজভীর পা ধরে সালাম করে ক্লোজড হলেন ট্রাফিক সার্জেন্ট আরিফুল

৮ নভেম্বর, ২০২৫, ৩:১৪

রাতের তাপমাত্রা কমবে ৩ ডিগ্রি সেলসিয়াস

৮ নভেম্বর, ২০২৫, ৩:০৮

যানবাহন চলাচলের জন্য চালু হলো টিটিপাড়া আন্ডারপাস

৮ নভেম্বর, ২০২৫, ২:৪০

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে