পদ্মা সেতুর মালামাল নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ ডুবে গেছে। জাহাজে সেতুর কাজের জন্য এক হাজার ২০০ মেট্রিক টন ওজনের প্রায় ১৮ কোটি টাকার মালামাল ছিলো। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে। এসব মালামাল প্রকল্পের নির্মাণাধীন রেলপথের ওয়াকওয়ে তৈরির টানেল ও অ্যাঙ্গেলে ব্যবহৃত হওয়ার কথা।
প্রকল্প সূত্রে জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে মুন্সীগঞ্জে আসার পথে বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে অন্য একটি জাহাজের সংগে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। এই সময় জাহাজে থাকা ১৩ জনকে স্থানীয়রা উদ্ধার করেন।
পদ্মা সেতু প্রকল্প-এর নির্বাহী প্রকৌশলী (নদীশাসন) মো. আব্দুল কাদের জানান, ওই জাহাজের মালামাল উদ্ধার করা সম্ভব। উদ্ধার কাজের জন্য জাহাজ ও ক্রেন ডুবে যাওয়া জাহাজের কাছে পাঠানো হয়েছে।
সংবাদচিত্র/পদ্মা সেতু