দক্ষিণ কোরিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিলেও আরেক এশিয়ান হেভিওয়েট জাপানের সঙ্গে অত বড় ব্যবধানে জিততে পারল না ব্রাজিল। টোকিওর জাপান ন্যাশনাল স্টেডিয়ামে আজ সোমবার (৬ জুন)আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। জয়সূচক গোলটি এসেছে নেইমারের পেনাল্টি থেকে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার জালে গোল উত্সব করে ব্রাজিলিয়ানরা। ওই ম্যাচে নেইমার দুটি গোল করেন। আজও তার গোলে জিতল ব্রাজিল। ৭৭ মিনিটে স্পট-কিক থেকে ব্রাজিলের জয়সূচক একমাত্র গোলটি করেন প্যারিস সেন্ট জার্মেই তারকা।
জয়ের ব্যবধান খুব বড় না হলেও ম্যাচে আধিপত্য করেছে ব্রাজিল। তারা জাপানের গোলমুখে ২১টি শট নিয়েছে, যার মধ্যে টার্গেটে ছিল ৫টি। বিপরীতে জাপানিরা গোলমুখে শট নিয়েছে মাত্র ৭টি, যার কোনোটিই টার্গেটে ছিল না। আবার ৫৩ শতাংশ বল দখলে রেখেছে ব্রাজিলের খেলোয়াড়রা।
আগামী ১২ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, লাতিন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ ম্যাচের আগে দুটি দলই দুটি করে জয় তুলে নিয়ে নিজেদের ঝালিয়ে নিল।
লাতিন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ‘দ্য ফিনালিসিমা’ ম্যাচে ইউরোজয়ী ইতালিকে ৩-০ গোলে হারানোর পর রোববার দিবাগত রাতে ৫-০ গোলে হারায় এস্তোনিয়াকে। এ ম্যাচে আর্জেন্টিনার সবগুলো গোলই করেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে আগুনে ফর্মে রয়েছেন। অন্যদিকে, তার ক্লাব সতীর্থ নেইমারও ভালো ফর্মে রয়েছেন।
সংবাদচিত্র/ফুটবল