জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সরকারের সহযোগিতার ওপর ইসিকে নির্ভর করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় দরকার বলেও মনে করেন সিইসি।
শনিবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমিশনের আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অংশ নেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের অনেকে।
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের আন্তরিকতার ঘাটতি থাকবে না বলে জানান সিইসি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
সংবাদচিত্র ডটকম/জাতীয়