বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে চীন। দ্বিতীয় দফার সেই উপহারের টিকা আগামী ১৩ জুন দেশে পৌঁছাবে। এর আগে প্রথম দফায় বাংলাদেশকে উপহার হিসেবে ৫ লাখ ডোজ টিকা দিয়েছিল চীন।
শনিবার (৫ জুন) এ তথ্য জানিয়েছেন ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। তিনি জানিয়েছেন, বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা দেয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার। যা ১৩ জুন বাংলাদেশ বুঝে পাবে।
চীনা দূতাবাস সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশের করোনা পরিস্থিতির উপর তারা নজর রাখছে। আর বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ এই উপহার দেয়া হচ্ছে।
দ্বিতীয় দফায় চীনের দেয়া উপহারের ৬লাখ টিকা আসবে ১৩ জুন

আপডেটঃ ৫ জুন, ২০২১ | ১:১৬

