দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধি-নিষেধ কার্যকর থাকবে।
এই সময়ে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের ১০৬ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জরুরি সেবাদানকারী দফতর, সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। তবে পোশাক কারখানাসহ শিল্প-কারখানা খোলা থাকবে। আর জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। বিধি-নিষেধ বাস্তবায়নে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সংগে সেনাবাহিনী মাঠে থাকবে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, জরুরি পরিসেবার বাইরে কোনো পরিবহন বের হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একইসংগে কেউ যদি যৌক্তিক কারণ ছাড়া বের হন তাঁকে গ্রেফতার করা হবে।
করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ২১টি শর্ত যুক্ত করে এই বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
সংবাদচিত্র/জাতীয়/আর.কে