জিম্বাবুয়ে সফরে বুধবার সিরিজের একমাত্র টেস্টে খেলার জন্য প্রস্তুত মুশফিকুর রহিম। চোটমুক্ত হওয়ায় নিশ্চিত তার মাঠে নামা। কিন্তু অনিশ্চয়তা রয়েই গেছে তামিম ইকবালকে ঘিরে। টাইগার ওপেনারকে একাদশে পেতে ম্যাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
হাঁটুর চোটের কারণে তামিমকে নিয়ে শঙ্কা রয়ে গেছে। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক জানালেন, তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তারা।
‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে অনুশীলন আছে। কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কালক্ষেপণ দেখে মনে হতে পারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো প্রবল শক্তিশালী কোনো দল হয়ত বাংলাদেশের প্রতিপক্ষ। সিদ্ধান্ত নিতে বেশি সময় নিলে ক্রিকেটারদের উপর মানসিক চাপ বা দলের পরিকল্পনায় চাপ তৈরি করে কিনা, এমন প্রশ্নে মুমিনুল সাফাই দিলেন অপেক্ষার।
‘শুধু ইনজুরির কারণে অপেক্ষাটা। অন্যকিছু না। তামিম ভাই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বিশেষ করে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে তার ইনজুরিটার ব্যাপারে আমরা সময় নিয়ে দেখছি। এ কারণেই অপেক্ষা করা।’
সংবাদচিত্র/খেলা/মাসুদ