পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২৯জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকায় এসে পৌঁছায় তারা।
ঢাকায় এসে ৩দিন কোয়ারেন্টাইনে থেকে ৩ আগস্ট টিম বাংলাদেশের সঙ্গে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে অজিরা। এরপর ৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ।
তারপর একদিন বিরতি দিয়ে আবার ৬ ও ৭ আগস্ট পরপর দু’দিন আরও দু’টি ম্যাচ খেলবে তারা। পরে ৮ আগস্ট বিরতি দিয়ে ৯ আগস্ট সফরের শেষ ম্যাচ।
অস্ট্রেলিয়ার নিয়মিত টি-টোয়েন্টি স্কোয়াডের বেশ কজন সদস্য আসেন নি বাংলাদেশ সফরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ইনজুরির শিকার হয়ে বাংলাদেশ সফর থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চও।
এদিকে, জিম্বাবুয়ে সফর শেষে আজ সকাল ৯টায় দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও।
সংবাদচিত্র/ক্রিকেট