প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে শনাক্ত এবং মৃত্যুর হার। তার সংগে যুক্ত হয়েছে ডেঙ্গু মশার আক্রমণ। জানুয়ারি থেকে গতকাল বুধবার (৭ জুলাই) পর্যন্ত ৫৩৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫১ জন মানুষ চিকিৎসাধীন আছেন বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা বলছে নগর কর্তৃপক্ষ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় নির্ধারণ নিয়ে একাধিক বিশেষ বৈঠক করেছে দুই সিটি কর্পোরেশন। মাঠ পর্যায়ে আইনি তৎপরতা বাড়াতে নিয়োগ দেয়া হয়েছে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামীকাল শুক্রবার (৯ জুলাই) থেকেই তাঁরা নগরে অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
এই বিষয়ে আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সাংবাদিকদের সংগে আলাপে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হুঁশিয়ারী দিলেন। বললেন,’এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি এলাকায় কাল থেকেই চলবে কঠোর তৎপরতা। নির্মাণাধীন, পরিত্যক্ত বা যেকোন ভবনে পানি জমিয়ে রাখলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন,’আগামী সোমবার এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জরুরী সভা ডাকা হয়েছে। এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে দু-একদিনের মধ্যেই ঢাকার উভয় সিটি কর্পোরেশনে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জোরালোভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সরকারি-বেসরকারি যে প্রতিষ্ঠানই হোক না কেন নির্মাণাধীন, পরিত্যক্ত বা যেকোন ভবনে পানি জমিয়ে রেখে ডেঙ্গু প্রজননে সহায়ক ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন অথবা বাসার ছাদ ও আঙিনায় ফুলের টব, ফ্রিজ-এয়ারকন্ডিশনের পানি যেন কোন অবস্থাতেই জমা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ তিন দিনের বেশি জমানো পানিতে মশা প্রজনন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।’
নির্মাণাধীন এবং পরিত্যক্ত ভবনই এডিস মশার প্রধান ঊর্বর জায়গা উল্লেখ করে তিনি বলেন, ‘এসব জায়গায় জমানো পানিতে লার্ভিসাইড অথবা দশ হাজার স্কয়ার ফিট জায়গায় আড়াই শো গ্রাম কেরোসিন ঢেলে দিয়ে মশার প্রজনন ধ্বংস করা সম্ভব।’
অনেক সরকারি প্রতিষ্ঠানই নির্দেশনা মানছে না কেন? জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘সরকারি বা বে-সরকারি যে প্রতিষ্ঠানই হোক নির্মাণাধীন বা পরিত্যক্ত অথবা ব্যবহার করা ভবন পানি জমিয়ে রেখে এডিস মশা প্রজননে ভূমিকা রাখলে আইন আনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনগণের জান-মাল ক্ষতিগ্রস্ত করার কোন অধিকার আমার আপনার কারোরই নেই।’
সংবাদচিত্র/স্বাস্থ্য