হারারে টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর মাহমুদুল্লাহ-তাসকিন আহমেদ-এর রেকর্ড জুটিতে প্রথম ইনিংসে ৪৬৮ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাব দিচ্ছে জিম্বাবুয়েও। তবে ওয়ানডে গতিতে সেঞ্চুরির পথে থাকা বেন্ডন টেইলরকে ফিরিয়ে লাগাম টেনে ধরার ইঙ্গিত দিয়েছেন মেহেদি মিরাজ।
জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ৫৮ ওভারে ২ উইকেটে ১৮২ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ওপেনার তাজুকওনাসে কাইতানো ৫৫ রান করে খেলছেন। তাঁর সংগী দিয়ন মায়ার্স।
এর আগে সাকিব আল হাসান-এর বলে লেগ বিফোর হয়ে ওপেনার মিল্টন সিম্বা ৪১ রান করে আউন হন। মেহেদি মিরাজ-এর বলে ক্যাচ দিয়ে ফেরার আগে অধিনায়ক টেইলর করেছেন ৯২ বলে ১২ চার ও এক ছক্কায় ৮১ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশ-এর হয়ে ক্যারিয়ার সেরা ১৫০ রানের হার না মানা ইনিংস খেলেছেন দেড় বছর পরে দলে ফেরা মাহমুদুল্লাহ। তাঁর সংগে নবম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন তাসকিন। তিনি খেলেন ৭৫ রানের ইনিংস। এছাড়া লিটন দাস ৯৫ ও মুমিনুল হক ৭০ রানের ইনিংস খেলেন। জিম্বাবুয়ে’র হয়ে চারটি উইকেট নেন ব্লেজিং মুজারাবানি।
সংবাদচিত্র/ক্রিকেট