নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি।
আজ রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ি নামে পরিচিত ওই বাড়িটিতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়।
আস্তানায় বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিট। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার দেয়া তথ্যমতেই চলছে এই অভিযান। মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরি বোমাও ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।
সংবাদচিত্র/জাতীয়