বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বাড়ানো সময়ের দাবি ছিল। অবশেষে জাহানার আলম, সালমা খাতুনদের বেতন বৃদ্ধি করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন।
নারী ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি ম্যাচ ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি মাস থেকেই কার্যকর করা হবে। বিসিবির উইমেন্স ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান বলেন, ‘আমরা নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি। তাদের বেতন আগের চেয়ে ২০ শতাংশ হারে বেড়েছে। জুলাই মাসের বেতনের সঙ্গেই তারা বর্ধিত পারিশ্রমিক পাবে।’
ম্যাচ ফি বাড়ানো নিয়ে নাদেল বলেন, ‘আগে নারী ক্রিকেটাররা প্রতি ওয়ানডে ১০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ৭৫ ডলার করে পেত। যা বৃদ্ধি করে ওয়ানডেতে ৩০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ১৫০ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’
বর্তমানে ৪ ক্যাটাগরিতে মোট ২২ জন নারী ক্রিকেটার আছেন কেন্দ্রীয় চুক্তিতে। নতুন বেতন কাঠামো অনুযায়ী, এ ক্যাটাগরিতে মাসিক ৬০ হাজার, বি ক্যাটাগরিতে ৪৮ হাজার, সি ক্যাটাগরিতে ৩৬ হাজার ও ডি ক্যাটাগরিতে বেতন দেয়া হবে ২৫ হাজার করে।
সংবাদচিত্র/বিসিবি নারী ক্রিকেট