বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ‘বাংলাদেশ টাইগার’ নামে জাতীয় দলের একটি ছায়া দল গড়তে যাচ্ছে। যাতে করে জাতীয় দলের র্যাডারে থাকা ক্রিকেটার কিংবা জাতীয় দল থেকে বাদ পড়ে যাওয়া ক্রিকেটাররা সেখানে অনুশীলন করতে পারেন। সুযোগ পান ভুল শুধরে নিয়ে ভালো ভাবে ফিরে আসার।
মঙ্গলবার (১৫ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সাংবাদিকদের তিনি জানান, স্থানীয় কোন কোচের অধীনে জাতীয় দলের আশপাশে থাকা বা দলে জায়গা না পাওয়া ক্রিকেটাররা সারা বছর ওই ছায়া দলের অধীনে কাজ করার সুযোগ পাবেন।
বোর্ড প্রেসিডেন্ট বলেন, অনেক সময় ইমরুল কায়েস কিংবা সৌম্য সরকার দলে জায়গা পায় না। ওই সময় তাঁরা অভিযোগ করে, কোচ না থাকায় তাঁরা অনুশীলন করে সমস্যার সমাধান করার সুযোগ পাচ্ছেন না। সেজন্য বোর্ড স্থানীয় কোচের অধীনে তাদের কাজ করার সুযোগ করে দিতে চান।
তিনি জানান, প্রধান কোচের নির্দেশনা অনুযায়ী, তাদের নিয়ে কাজ করানো হবে। এতে করে ব্যাকআপ ক্রিকেটার তৈরি হয়ে যাবে বলে মনে করেন পাপন। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি নিয়মিত ওপেনার না থাকে বা ছুটিতে যায় তাহলে একেকদিন একেকজনকে দিয়ে খেলানো হয়। কিন্তু তৈরি ক্রিকেটার থাকলে এই সমস্যা থাকতো না। এছাড়া কিছু ক্রিকেটারকে পজিশন ধরে তাদের প্রস্তুত করার কথা বলেন পাপন।
সংবাদচিত্র/খেলা/মাসুদ