ধুমধাম আয়োজনে যাত্রা শুরু করলো বাংলাদেশি নতুন ওটিটি প্লাটফর্ম ‘সিনেবাজ’।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ অ্যাপটির স্লোগান ‘বিনোদন এখানেই’। অ্যাপটিতে বাংলাদেশি শিল্পীদের সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজের পাশাপাশি কলকাতার বিভিন্ন শিল্পী নির্মাতাদের কনটেন্টও পাওয়া যাবে বলে জানান সিনেবাজ অ্যাপের কর্ণধার সেলিম খান।
বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অ্যাপটি উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি।
শাপলা মিডিয়ার কর্ণধার প্রযোজক সেলিম খানের সভাপতিত্বে অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিশা সওদাগর, জাহিদ হাসান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, জায়েদ খান, ড্যানি সিডাক, দীঘি, শান্ত খান প্রমুখ।
চিত্রপরিচালকদের মধ্যে ছিলেন সোহানুর রহমান সোহান, শাহীন সুমন, অপূর্ব রায়সহ অনেকে। অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানে ঘোষণা দেয়া হয়, অপু বিশ্বাস ও জায়েদ খানকে নিয়ে ‘জখম’ নামে নতুন সিনেমা বানাবে শাপলা মিডিয়া, পরিচালনা করবেন অপূর্ব রানা। সেই সিনেমায় চমক হিসেবে থাকছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত।
প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার অ্যাপ ‘সিনেবাজ’। শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোর নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি ফ্রি দেখার সুযোগ দেয়া হয়েছে সিনেবাজে। প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেই ফ্রি দেখা যাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।
সময়ের প্রয়োজনেই নতুন ওটিটি প্লাটফর্ম নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তিনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বর্তমানে ফ্রিতে দেখা যাচ্ছে। এরপর ‘আগস্ট ১৯৭৫’ মুক্তি দেয়া হবে। দুটোই পরীক্ষামূলকভাবে মুক্তি দেয়া হয়েছে।
এদিকে, আসন্ন ঈদে দেশের সিনেমা হল বন্ধ থাকায় শাপলা মিডিয়ার সিনেমা শাকিব খানের ‘বিদ্রোহী’ মুক্তির কথা শোনা গেলেও সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানান সেলিম খান। তিনি বলেন, বৃহস্পতিবার অ্যাপটি পরীক্ষামূলকভাবে চালু করেছি। বুঝে শুনে বিদ্রোহীসহ অন্যান্য সিনেমা মুক্তি দেব। আমাদের একাধিক ছবি তৈরি আছে।
সেলিম খান আরও জানান, সিনেবাজ অ্যাপে মুক্তির অপেক্ষায় আছে আগস্ট ১৯৭৫, বিদ্রোহী, কমান্ডো, বিক্ষোভ, লাইভ, অগ্নিবীনা, বুবুজান, লাগ ভেলকি লাগ, মাফিয়া, ছুটি, চোখ, চক্কর সিনেমাগুলো। এসব সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, নিরব, বুবলী, আরিফিন শুভ, সাইমন সাদিক,মাহিয়া মাহি, শান্ত খান,আনিসুর রহমান মিলন, আঁচল, সোহানা সাবা, দীঘি, দেব, শ্রাবন্তী, বনি ও কৌশানী প্রমুখ।
সংবাদচিত্র/বিনোদন