বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিকভাবে এই সরকারের সময় শেষ হয়ে গেছে, জনগণ এই সরকারকে টেনে নামাবে। আজ শনিবার তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভিসা নীতিতে সবথেকে ভয়ের ছাপ পড়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যে। তিনি উন্মাদ হয়ে গেছেন।
ভালো ও সুষ্ঠু ভোট করে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর এমন কথা শুনে ঘোড়াও হাসে বলে মন্তব্য করেন ফখরুল। বলেন, বিদায় হোন, এবার কথা শোনানোর জন্য যা কিছু করার তাই করতে হবে।
তিনি বলেন, এই সরকার মানুষকে অনেক কষ্ট দিয়েছে। এদেরকে সরাতে যা করা দরকার তাই করতে হবে। সম্পূর্ণ বেআইনীভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দী অবস্থায় রেখেছে। মুফতী হান্নানসহ সরকার অনেক জুডিশিয়াল মার্ডার করেছে। অদৃশ্য শক্তি আছে যেটা বর্তমান সরকার প্রধানের শক্তি তবে এই শক্তি টিকিয়ে রাখতে পারবে না।
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষক কর্মচারী জাতীয়করণ করে দেবার আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি