আগামীর শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরো যোগ্য করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এসময় তিনি আরো বলেন, আগামীতে জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এরপর সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি।
এদিন সকাল ৯টায় বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে র্যাঙ্ক ব্যাজ পরানো হয় নতুন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদকে।
এর আগে সকালে সামরিক রীতিতে বিদায় জানানো হয় জেনারেল আজিজ আহমেদকে। এরপর নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাসদরে বরণ করে নেয়া হয়।
এরপর নতুন সেনাপ্রধান হিসেবে এস এম শফিউদ্দিন আহমেদ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সচিবালয়ে পৌঁছালে তাকে এসময় স্বাগত জানান বিদায়ী জেনারেল আজিজ আহমেদ। এসময় বাহিনীটির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদচিত্র/জাতীয়/আর.কে