না ফেরার দেশে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের সদস্য যশপাল শর্মা। গতকাল মঙ্গলবার দিল্লির নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে যশপাল শর্মার বয়স হয়েছিল ৬৬ বছর।
৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে যশপাল সবচেয়ে বেশি সফল ছিলেন ১৯৮৩ বিশ্বকাপে। আসরে দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সেমিফাইনালে তার ৬১ রানের ইনিংসে ইংল্যান্ডকে হারিয়েছিলো ভারত।
ক্যারিয়ারে ৩৭ টেস্টের সঙ্গে ৪২টি ওয়ানডে খেলেছিলেন যশপাল। অবসর নেয়ার পর কাজ করেছেন ধারাভাষ্যকার, কোচিং ও প্রশাসক হিসেবে। দুই মেয়াদে ছিলেন ভারত জাতীয় দলের নির্বাচক। সবশেষ কাজ করছিলেন দিল্লির ক্রিকেট পরামর্শক হিসেবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ভারতীয় ক্রিকেটে।
সংবাদচিত্র/ক্রিকেট