চট্টগ্রামে কঠোর বিধি-নিষেধ শিথিলের আগেই অনেকটা শিথিল হয়ে পড়েছে। মহানগরীর সড়কগুলোতে গাড়ির সংখ্যা বেড়েছে, পাশাপাশি রাস্তায় যানজটও দেখা গেছে।
মহানগরীতে মানুষের আনাগোনা দেখে বোঝার উপায় নেই যে, কঠোর বিধি-নিষেধ চলছে। কারণ শুধুমাত্র গণপরিবহন ছাড়া সব ধরনের যানবাহনই চলছে চট্টগ্রামের রাস্তায়।
আজ মঙ্গলবার বিধি-নিষেধ পালনের ১৩তম দিনে নগরীর রাস্তায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম দেখা গেছে। নগরজুড়ে বেড়েছে মানুষের চলাচল। ফলে কিছু এলাকায় অকার্যকার হয়ে পড়েছে বিধি-নিষেধ।
প্রথমদিকে অলিগলিতে লোকজনের অবস্থান বেশি ছিলো। এখন সড়কেও লোকজনের অবস্থান এবং চলাচল বেড়েছে।
নগরীর মূল সড়কগুলোতে দোকানপাট বন্ধ থাকলেও গলি উপগলিতে দোকানপাট খুলছে। প্রায় সর্বত্রই বিনা কারণে মানুষের চলাচল বেশি। পুলিশ বা জেলা প্রশাসনের লোকজন এলে এসব ভীড় কমে যায়। তারা চলে গেলে আবার ভীড় দেখা যায়।
সংবাদচিত্র/চট্টগ্রাম সংবাদ