ভারতের গুজরাট প্রদেশের মরবি জেলায় ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪১ হয়েছে। গতকাল রবিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির।
এনডিটিভির খবরে বলা হয়, সেতুটি ভেঙে মাচ্চু নদীতে পড়ার সময় সেখানে ৫০০ মানুষ ছিলেন। তারা ছট পূজার কিছু আচার অনুষ্ঠান পালন করতে সেখানে জড়ো হয়েছিলেন। আশঙ্কা করা হচ্ছে, এখনো শতাধিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।
স্থানীয়রা জানান, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এ ছাড়া অনেককে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত সপ্তাহে ১৫০ বছরের পুরোনো মরবির এই ঐতিহাসিক ঝুলন্ত সেতুটি সংস্কার করা হয়। পরে গুজরাটি নববর্ষ উপলক্ষে মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর এটি পুনরায় চালু করা হয়।
গুজরাটের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে সেতুটি সংস্কার করা হয়েছে। আমরাও হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সরকার এ ঘটনার দায় নিয়েছে।’
এদিকে এ ঘটনার দিন গুজরাটেই ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জরুরি উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। আহতদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারাও উদ্ধার প্রচেষ্টায় যোগ দিয়েছেন।
এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে দেশটির প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেবে রাজ্য সরকার।
সংবাদচিত্র ডটকম/আন্তর্জাতিক