কয়েক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কর্মীরা।
আজ বুধবার (১৪ জুলাই) সকালে সিটি করপোরেশনের লক্ষ্মীপুর এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে শ্রমিকরা ঢাকা-জয়দেবপুর সড়কে অবস্থান নেন। এই সময় সড়কের দুই পাশে পণ্যবাহী যানবাহনের যানজট সৃষ্টি হয়।
শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ কয়েক মাসের বকেয়া বেতন দিচ্ছে না। স্টাফদের সাত মাসের এবং শ্রমিকদের জুন মাসের বেতন বকেয়া রয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সকালেও কাজ বন্ধ রেখে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান কারখানার শ্রমিক-কর্মচারিরা।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, লক্ষ্মীপুর এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড পোশাক কারখানায় প্রায় চার হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে ৭০০ স্টাফ রয়েছে। শ্রমিকরা কয়েক মাসের বেতন পাচ্ছেন না। বেতন পরিশোধের দাবিতে তারা সড়কে অবস্থান নেয়। তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়ার পর মালিকপক্ষের সংগে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সংবাদচিত্র/গাজীপুর