লিওনেল মেসির এক গোল ও দুই অ্যাসিস্টে কোপা আমেরিকায় ইকুয়েডরকে হারিয়ে আর্জেন্টিনার সেমি নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে মিলল সেরা চারের চার দল। সেমিফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলম্বিয়া। আগেই চারের লড়াই নিশ্চিত করেছে স্বাগতিক ব্রাজিল, সেলেসাওদের প্রতিপক্ষ পেরু।
আসরের দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ৪৮ মিনিটে গ্যাব্রিয়েল জেসাস সরাসরি লাল কার্ডে মাঠ ছাড়তে বাধ্য হলে ১০ জনে পরিণত হওয়া ব্রাজিল চিলিকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিটের শিষ্যরা ১-০ ব্যবধানে জেতে লুকাস পাকুয়েতার গোলে।
প্রথম কোয়ার্টারে জেতা পেরুর বিপক্ষে সেমিতে লড়বে ব্রাজিল। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে প্যারাগুয়েকে ৪-৩ ব্যবধানে হারিয়ে সেরা চারে এসেছে পেরুভিয়ানরা।
সেখানে টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টারে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সেমিতে এসেছে কলম্বিয়ানরা। ফাইনালের টিকেট কাটার ম্যাচে তারা মুখোমুখি হবে আর্জেন্টিনার।
কোপার চতুর্থ কোয়ার্টারে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে কলম্বিয়ার সামনে পড়েছে আর্জেন্টিনা। মেসির এক গোলের সঙ্গে লিওনেল স্কালোনির মুখে হাসি ফোটানো বাকি গোল দুটি করেন রদ্রিগো ডে পল ও লৌতারো মার্টিনেজ। টানা চতুর্থবার কোপার সেমি নিশ্চিত হয় আর্জেন্টিনার।
এক নজরে কোপা আমেরিকার সেমিতে প্রতিপক্ষ-সূচি
প্রথম সেমিফাইনাল: ব্রাজিল-পেরু (৬ জুলাই, ভোর ৫টা)
দ্বিতীয় সেমিফাইনাল: আর্জেন্টিনা-কলম্বিয়া (৭ জুলাই, সকাল ৭টা)