মালেগারেঞ্চা স্টেডিয়ামে শেষ হাসি হাসল নেইমার ব্রিগেড। আজ কোপা আমেরিকার প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্রাজিল। এই ম্যাচে ২-০ গোলে জয়লাভ করল। ব্রাজিলের হয়ে গোল দুটো করেন মারকুইনোজ এবং নেইমার।
ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের আধিপত্য দেখতে পাওয়া গেল। ২৩ মিনিটে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন দলের ডিফেন্ডার মারকুইনোজ। নেইমারের কর্নার কিক আরও একবার বিপক্ষের কাছে ত্রাস হয়ে উঠল। বলটা গিয়েছিল রিচার্লিসনের কাছে। তিনি ফ্লিক করে বলটাকে পোস্টের কাছে পাঠিয়ে দেন। লুই মার্টিনেজকে টপকে কোনওক্রমে বলের নাগাল পান মারকুইনোজ। এরপর তিনি আর কোনও ভুল করেননি। কোপা আমেরিকা ২০২১ সালের প্রথম গোলটা করল ব্রাজিল।
আজকের ম্যাচে ব্রাজিলই যে ফেভারিট ছিল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের প্রথমার্ধে সাম্বা ব্রিগেডই মাঝমাঠে নিজেদের কর্তৃত্ব বজায় রাখল। মারকুইনোজ গোল পেলেও সুযোগ এসেছিল মিলিতাও এবং অধিনায়ক নেইমারের কাছে। কিন্তু, সেই সুযোগ তাঁরা কাজে লাগাতে পারেননি।
দুই দল গত বছর শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ব্রাজিল অবশ্য ১-০ গোলে জয়লাভ করেছিল। ব্রাজিলের হয়ে জয়সূচক গোলকি করেন রবার্তো ফারমিনহো। আজ ম্যাচের দ্বিতীয়ার্ধে তাঁকে মাঠে নামান কি না তিতে, সেইদিকে তাকিয়ে ছিলেন ব্রাজিল সমর্থকেরা। আজ ভেনেজুয়েলার অনেক খেলোয়াড় অবশ্য খেলছেন না। ফলে দলটাকে আলাদা করে একটু বেশিই দূর্বল দেখাচ্ছে। ভেনেজুয়েলার একমাত্র গোল স্কোরার অ্যারিস্টোগুয়েতা। ফলে তিনি সেভাবে বলের সাপ্লাই পাচ্ছেন না।
সংবাদচিত্র/খেলা/মাসুদ