করোনাভাইরাসের সংক্রমণ রোধে সাত দিনের বিধি-নিষেধ জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া বিধি-নিষেধ চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এই সময়ে দাফতারিক কার্যক্রম পরিচালনার জন্য কিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি’র সহকারি সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি গতকাল বুধবার জারি করা হয়।
ইসি সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের জন্য নির্দেশনাগুলো হলো:
নিজ নিজ দফতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ দাফতরিক নথি ও অফিস সরঞ্জামাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ দলিলাদির নিরাপত্তা নিশ্চিত করা।
জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশক্রমে দাফতরিক পরিচয়পত্রসহ অফিসে উপস্থিত হতে হবে এবং ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হবে।
নিজ নিজ অনুবিভাগের প্রধানরা ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করে কর্তৃপক্ষকে জানাবে এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনে থাকা জেলা, উপজেলা/থানা পর্যায়ের কার্যালয়ের জন্য নির্ধারিত ফোকাল পয়েন্ট কর্মকর্তা দায়িত্ব দিয়ে ইসি সচিবালয়কে জানাবে।
সংবাদচিত্র/জাতীয়/আর. কে