গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সারাদেশে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৭৯২ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। যা এ পর্যন্ত একদিনে শনাক্তে সর্বোচ্চ।
আজ বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে। তাদের মধ্যে প্রাণ গেছে ১৫ হাজার ৭৯২ জনের।
স্বাস্থ্য অধিদফতরের সূত্র অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কেবল ঢাকা বিভাগে ৪ হাজার ৯৪৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এক দিনে শনাক্ত রোগী প্রায় দুই হাজারের পৌঁছেছে। খুলনায় শনাক্ত হয়েছে দেড় হাজারের বেশি। মৃত ১৯৯ জনের মধ্যে ৬৫ জন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৫৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে সুস্থ হলেন মোট ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬০৫টি ল্যাবে ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি নমুনা। শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। গতকাল এটি ছিল ৩১ দশমিক ৩২ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ। সুস্থতার হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।
সংবাদচিত্র/করোনা