করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যৃবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
হাসপাতালের পুলিশ সুপার ডা. মনোয়ার হাসানাত খান এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোয়ার হাসানাত খান জানান, করোনা আক্রান্ত হয়ে ৬জুলাই থেকে আহসান হাবীব রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
পুলিশ কর্মকর্তা আহসান হাবীব-এর অ্যাজমার সমস্যা ছিলো। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিউতে নেয়া হয়। সেখানেই তিনি মারা যান।
সংবাদচিত্র/শোক সংবাদ