প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনাভাবেই থামছে না মৃত্যুর মিছিল। সংক্রমণের সংখ্যাও আঁতকে উঠার মতো। বিপর্যস্ত এই পরিস্থিতির মাঝেই দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। আর তাই করোনার বিষয়টি মাথায় রেখে ঈদুল আজহার নামাজ বাতিল ঘোষণা করেছে চার আরব রাষ্ট্র।
রাষ্ট্রগুলে হলো:- মরিতানিয়া, মরোক্কো, ওমান এবং তিউনিসিয়া। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। সংবাদমাধ্যমটি বলছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশগুলোর সরকার।
আগামীকাল মঙ্গলবার (২০ জুলাই) আরব বিশ্বসহ অনেক দেশেই মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ উপমহাদেশে ঈদ অনুষ্ঠিত হবে পরদিন বুধবার।
সংবাদচিত্র/আন্তর্জাতিক