আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এবার গার্মেন্ট শ্রমিকরা পাচ্ছেন বাড়তি ছুটি। শ্রমিকরা যাতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাড়ি যেতে পারেন, সেজন্য ১৮ জুলাই থেকে ছুটি ঘোষণা করছেন পোশাক কারখানার মালিকরা। সরকারি ছুটির পাশাপাশি শ্রমিকদের বার্ষিক ছুটিও যোগ করে দিচ্ছেন তারা।
দেশে করোনার অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে জানিয়ে এ বিষয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি গণমাধ্যমকে বলেন, এ অবস্থায় পোশাক শ্রমিকের সুরক্ষার কথা চিন্তা করে সরকারঘোষিত ছুটির সঙ্গে বাড়তি ছুটি দিচ্ছে কারখানাগুলো। তারপরও আমরা চাই শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে চলুক।
তিনি আরও জানান, সরকার ঈদ উপলক্ষে ৩ দিন ছুটি ঘোষণা করেছে। গার্মেন্টস কারখানাগুলোর ছুটির বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) রাজধানীর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রী বৈঠক করবেন। এরপর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
সংবাদচিত্র/বিশেষ সংবাদ