দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নেতাকর্মীদের মুক্তি ও দমন-পীড়নের প্রতিবাদে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবারের (১০ জুন) এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
এসময় জামায়াতের নেতারা দাবি করেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সেইসঙ্গে জামায়াতের কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তিরও দাবি জানান তারা। সমাবেশে অংশ নিতে রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সকাল থেকেই জড়ো হতে শুরু করে দলটির নেতাকর্মীরা।
২০১৩ সালের পর এই প্রথমবারের মতো ঢাকায় কোনো সমাবেশ করলো নির্বাচন কমিশনের নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ঘরোয়া এই কর্মসূচির জন্য দলটিকে মিলনায়তনের বাইরে জড়ো না হওয়াসহ বেশ কিছু শর্ত দেয় ডিএমপি।
সংবাদচিত্র ডটকম/রাজনীতি