ঈদুল আযহা’র সময় এক সপ্তাহের জন্য লকডাউন শিথিল হচ্ছে। এসময় ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চলাচলের সুযোগ দেয়া হবে। তবে সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
আগামি ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এমন প্রজ্ঞাপন আসতে যাচ্ছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
সূত্রটি জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে। তবে ঈদের পর আবারও ১৪ দিনের জন্য ‘শাটডাউনে’ যাবে সারাদেশ।
চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে। ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিয়ে যাত্রা নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সংবাদচিত্র/জাতীয়