নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারসহ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠপর্যায়ের ১২০ জন কর্মকর্তা-কর্মচারি করোনায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যসোসিয়েশন-এর সভাপতি মো. নুরুজ্জামান তালুকদার এই তথ্য জানান।
তিনি বলেন, তাঁদের ১২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা লাইফ সাপোর্টে আছেন। কয়েকজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, বাকিরা চিকিৎসাধীন।
তিনি জানান, আগামীকাল বৃহস্পতিবার আমাদের একটা জুম মিটিং আছে। সেখানে করোনা আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারিদের বিষয়ে কী করা যায় তা নিয়ে আলোচনা করবো।
জানা যায়, ইসি কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে ফরিদপুর অঞ্চলে ৭ জন, বরিশাল অঞ্চলে ২২ জন, খুলনা অঞ্চলে ৬ জন, ঢাকা অঞ্চলে ২ জন, ময়মনসিংহ অঞ্চলে ২০ জন, কুমিল্লা অঞ্চলে ৮ জন, সিলেট অঞ্চলে ৮ জন, রাজশাহী অঞ্চলে ৩৩ জন এবং রংপুর অঞ্চলে ৭ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।
করোনায় আক্রান্ত হয়ে একজন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ কয়েকজন ইতিমধ্যে মারা গেছেন বলেও জানান ইসির এই কর্মকর্তা।
সংবাদচিত্র/জাতীয়/বাবলু