ইরানে খরা পরিস্থিতি চরম আকার ধারণ করায় গত সপ্তাহ থেকেই পানির দাবিতে আন্দোলনে নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। প্রথমে টিয়ারশেল দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পরে তাদের ওপর গুলি চালিয়েছে তারা। এ ঘটনায় অন্তত তিন জন মারা গেছেন।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে শুরু হয় বিক্ষোভ। পরে আশপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন।
খুজেস্তান প্রদেশে খরার কারণে তীব্র পানি সঙ্কট দেখা দিয়েছে। দৈনন্দিন কাজে ব্যবহৃত পানির চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিকাজ। কারখানার উৎপাদনেও পড়ছে নেতিবাচক প্রভাব।
সংবাদচিত্র/আন্তর্জাতিক