ফেভারিট ইংল্যান্ডের জয় দিয়ে ইউরোর কোয়ার্টারের লড়াই শেষ হয়েছে। এবার সেমিফাইনালের রোমাঞ্চ। সেখানে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ও স্পেন লড়বে ফাইনালের টিকেট কাটতে। আরেক সেমিতে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেনমার্ক।
আসরে সেরা চারের প্রথম দল স্পেন। সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আসে লুইস এনরিকের শিষ্যরা। সেন্ট পিটার্সবার্গে প্রথম কোয়ার্টারে সুইসদের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় থাকে স্প্যানিশদের। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে নেয় ম্যাচ।
মঙ্গলবার প্রথম সেমিতে ইতালির মুখোমুখি হবে স্পেন। আজ্জুরিরা বেলজিয়ামকে বাড়ির পথ দেখিয়ে সেরা চারে গেছে। রবের্তো মানচিনির শিষ্যরা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামকে হারায় ২-১ ব্যবধানে।
সেখানে চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়ে সেরা চারে এসেছে ইংল্যান্ড। হ্যারি কেনের জোড়া গোলের সঙ্গে হ্যারি ম্যাগুইরে ও জর্ডান হেন্ডারসনের গোল হাসি ফুটিয়েছে শিরোপা প্রত্যাশী কোচ গ্যারেথ সাউথগেটের মুখে।
তৃতীয় কোয়ার্টারে ডেনিশ রূপকথার দিনে চেক রিপাবলিককে ২-১ গোলে হারায় ডেনমার্ক। থমাস ডেলান ও কাসপের ডলবার্গের গোলে আসে জয়। বুধবার দ্বিতীয় সেমিতে ইংলিশদের মুখোমুখি হবে তারা।
এক নজরে ইউরোর সেমিতে প্রতিপক্ষ-সূচি
প্রথম সেমিফাইনাল: ইতালি-স্পেন (৬জুলাই, রাত ১টা)
দ্বিতীয় সেমিফাইনাল: ইংল্যান্ড-ডেনমার্ক (৭জুলাই, রাত ১টা)
উল্লেখ্য, ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী লেখা হয়েছে। রাত ১২টার পরে, রাত ১টার ম্যাচকে বাংলাদেশি দর্শকদের কথা বিবেচনায় আগেরদিনের তারিখে উল্লেখ করা হয়েছে।
সংবাদচিত্র/স্পোর্টস ডেস্ক/মাসুদ