শিরোনাম
ইউরো: সেমিফাইনালে স্পেনকে পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইতালি কলম্বিয়াকে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে ৩-২ গোলের জয় পায় মেসি বাহিনী, ১১ জুলাই ব্রাজিলের মুখোমুখী হবে আর্জেন্টিনা ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার মারা গেছেন মুম্বাইয়ের হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুক সহিংসতা ঠেকাতে দুর্যোগকালীন জরুরি আদেশ ঘোষণা করোনা: বিশ্বে একদিনে সাড়ে ৭ হাজারের বেশি মৃত্যু মোট প্রাণহানি ৪০ লাখ ৮ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত ১৮ কোটি ৫৩ লাখের বেশি রাজশাহীর আড়ানী পৌর মেয়রের বাড়িতে অভিযান স্ত্রী এবং দুই ভাতিজা আটক, অস্ত্র ও ইয়াবা উদ্ধার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত উৎপত্তিস্থল ভারতের আসাম, মাত্রা ৫.২ করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় রাজশাহীতে ২০ খুলনায় ২১, কুষ্টিয়ায় ১৬, সাতক্ষীরায় ৯ ও বরিশালে ৭ এবং চট্টগ্রামে ৪ জনের মৃত্যু
মসজিদে প্রবেশে মাস্ক পরাসহ ৯ দফা নির্দেশনা সরকারের বিএমডিএর চেয়ারম্যান হলেন বেগম আখতার জাহান
আয়না ঝকঝকে রাখার ঘরোয়া কিছু কৌশল
৫ জুলাই, ২০২১ ০০:০৫
অনলাইন ডেস্ক
অ- অ অ+
আয়না ঝকঝকে রাখার ঘরোয়া কিছু কৌশল
আয়না খুবই দরকারি একটি জিনিস। এটি ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে। প্রয়োজনীয় এই জিনিসটি বেশি ব্যবহৃত হয় বলে সবচেয়ে বেশি ময়লাও হয়ে থাকে। আপনি যত দামী লিকুইড দিয়ে পরিষ্কার করেন না কেন আয়নাকে নতুনের মত করা সম্ভব হয় না।
কিছু দাগ আয়নায় রয়েই যায়। তাই চলুন জেনে নেয়া যাক আয়নাকে নতুনের মতো ঝকঝকে রাখার ঘরোয়া কিছু কৌশল-
বেকিং সোডা
ঘরে থাকা বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।
শেভিং ক্রিম
বাথরুমের আয়নায় পানি পড়ে পড়ে দাগ পড়ে যায়। যা ওঠানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে। এই আয়নায় শেভিং ফোম বা ক্রিম মেখে কিছুক্ষণ পর কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন পানির সব দাগ উঠে গেছে। তবে মনে রাখবেন, বেশিক্ষণ আয়নার ওপর শেভিং ক্রিম মেখে রাখবেন না। এতে উল্টো দাগ পড়ে যেতে পারে।
ভিনেগার
ভিনেগার এবং পানি মিশিয়ে নিন। মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন। আয়নার উপর মিশ্রণটি স্প্রে করুন। মাইক্রোভাইবার ক্লথ অথবা নিউজপেপার অথবা সুতির কাপড় দিয়ে আয়নটি মুছে ফেলুন। এছাড়া ভিনেগার পানির মিশ্রণ কাপড়ে ভিজিয়ে আয়নাটি পরিষ্কার করতে পারেন।
বেকিং সোডা
বেকিং সোডা ব্যবহার করে খুব সহজে আয়নার দাগ দূর করা সম্ভব। এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন। এবার পানিতে ভেজানো তোয়ালে দিয়ে আয়নাটা মুছে ফেলুন। দেখবেন আয়নার দাগ এক নিমেষেই চলে গেছে।
ডিস্টিল্ড ওয়াটার
আয়নাকে নতুনের মত ঝকঝকে করতে ডিস্টিল্ড ওয়াটারের জুড়ি নেই। সাধারণ পানির চেয়ে ডিস্টিল্ড ওয়াটার আয়না পরিষ্কার করতে বেশ কার্যকর। একটি কাপড়ে ডিস্টিল্ড ওয়াটার নিয়ে আয়না ভালো করে মুছে নিন। এটি প্রতিদিন ব্যবহার করতে পারেন।
সংবাদচিত্র/লাইফস্টাইল