আস্থা ভোটে জয়লাভ করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহদুর দেউবা। রবিবার (১৮ জুলাই) পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত আস্থাভোটে অর্ধেকের বেশি সদস্য প্রধানমন্ত্রী পদে তাঁকে অনুমোদন দিয়েছেন।
চারবার নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা ৭৫ বছর বয়সী রাজনীতিবিদের পক্ষে ১৬৫ সদস্য ভোট দেন। আস্থা ভোটাভুটিতে জয় পাওয়ার জন্য ১৩৬ ভোট প্রয়োজন হলেও দেউবা পান ১৬৫ ভোট। তাঁর বিপক্ষে ভোট দেন ৮৩ সদস্য।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আস্থা ভোটে জয়ের পর পার্লামেন্টে দেউবা বলেছেন, নতুন সরকারের প্রথম অগ্রাধিকার হবে কোভিডের সংগে লড়াই। এবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম দায়িত্ব হবে করোনাভাইরাসের টিকা কেনা ও করোনাভাইরাসের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা।
সংবাদচিত্র/আন্তর্জাতিক