সম্প্রতি পাঁচ বছরের সংসারের ইতি টানার খবর জানিয়েছেন মাহিয়া মাহি। বিচ্ছেদের ক্ষত এখনও শুকোয়নি! যেখানে অতীত সম্পর্ক রোমন্থনেই কেটে যাচ্ছে সময়। অথচ এরই মধ্যে ছড়িয়ে পড়েছ তার নতুন বিয়ের খবর।
গণমাধ্যমে আলোচিত বিষয়টি নিশ্চিত সম্পর্কে নিশ্চিত হতে মাহির কাছে জানতে চাইলে খবরটি সরাসরি নাকচ করেণ। মাহি জানান, ‘পুরোপুরি ভুয়া ও বানোয়াট কথা এটি। আমি বিয়ে করিনি। এমন খবর যারা ছড়াচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকলো দয়াকরে এগুলো থেকে বিরত থাকুন।’
উল্লেখ্য মাহি রোববার ফেসবুকে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন যেখানে স্বামী অপুর দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশন দেয়া হয়েছে, ‘তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয়না। আমিতো তোমার দিকেই চেয়ে থাকি, চোখতো অন্যদিকে যায়না।’ ক্যাপশনের সঙ্গে একটি দুঃখসূচক ইমোজি।
মাহি স্পষ্ট করেই জানালেন তার জীবনে নতুন কোনো পুরুষের আবির্ভাব ঘটেনি। এই নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তবে, মাহির নতুন পোস্টটিকে নিয়ে অনেকে বলতে শুরু করেছেন, বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার বিষয়টাকে আড়াল করতেই মাহি অপুকে নিয়ে এমন পোস্ট দিয়েছেন। কেউ কেউ বলছেন, সত্যি সত্যিই বিয়ে করেছেন মাহি। তবে আগের বিয়ে বিচ্ছেদের এক মাসও না পেরুনোয় এবং আনুষ্ঠানিকভাবে দুজনের ডিভোর্স কার্যকর না হওয়ায় এ বিষয়ে এখনই বিস্তারিত মুখ খুলতে চাইছেন না এই নায়িকা। মাহি কি সত্যিই বিয়ে করেছেন? নাকি বিষয়টি স্রেফ গুঞ্জন-সেটি হয়তো সময়ই বলে দেবে।
সংবাদচিত্র/বিনোদন/আর.কে