ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভি চ্যানেল কর্তৃপক্ষের অনুরোধে ১৫ জন উপস্থাপক নিয়ে প্রতিযোগিতা মূলক টক শো ‘আমি কথা বলতে চাই’ নির্মাণ করেছিলেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ।
এরই ধারাবাহিকতায় এবার সঙ্গীতাঙ্গনের ১৪ জন শিল্পী নিয়ে ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠান নির্মান করেছেন তিনি।
আনজাম মাসুদ জানান, গত ঈদুল ফিতরে অনুষ্ঠানটি প্রচারের পর দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। পরে চ্যানেল কর্তৃপক্ষ ঈদুল আযহাতেও একই ধরনের আরেকটি অনুষ্ঠান নির্মানে আগ্রহ প্রকাশ করেন।
আনজাম মাসুদ বলেন,‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে সংগীতশিল্পীরা দর্শকের জন্য এমন কিছু কথা শেয়ার করেছেন, যেগুলো তারা আগে কখনো কোন অনুষ্ঠানে বলেননি। এছাড়াও অনুষ্ঠানে বুদ্ধির খেলা হয়েছে।
সংগীতশিল্পীদের নিয়ে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আমি কথা বলতে চাই’ পর্বটির গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন আনজাম মাসুদ নিজেই।
তিনি বলেন, সর্বশেষ বিটিভিতেই আমার একটি অনুষ্ঠানে ১২ জন সংগীতশিল্পীকে নিয়ে একটি গান করিয়েছিলাম। এবার আমারই ঈদ অনুষ্ঠানে আমার আহ্বানে সাড়া দিয়ে ১৪ জন সংগীতশিল্পী অংশগ্রহণ করেছেন। এর আগে কোন অনুষ্ঠানে এতো শিল্পী একসঙ্গে পাওয়া যায়নি। অনুষ্ঠানটিকে আলোকিত করার জন্য শিল্পীদের প্রত্যেকের কাছেই আমি কৃতজ্ঞ।
গতকাল মঙ্গলবার (২৭ জুলাই) রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হয় একটি বেসরকারি টিভি চ্যানেলে। অনুষ্ঠানটি দর্শকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
এবারের অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে অংশ নিয়েছেন আঁখি আলমগীর, কনা, সুজন আরিফ, সাব্বির জামান, অপু আমান, পুলক, কিশোর দাস, মেহরাব, লিজা, ইমরান, কর্ণিয়া, ঝিলিক, ফাতিমা তুয যাহরা ঐশী, সিঁথি সাহা।
সংবাদচিত্র/টেলিভিশন