বাংলাদেশ ক্রিকেটের তুমুল জনপ্রিয় তারকা এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নড়াইল-২ আসন থেকে। তারপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও দলে কোনো পদ দেয়া হয়নি তাকে। এবার সেই শূন্যতা ঘুচলো। আওয়ামী লীগের নড়াইল জেলা কমিটিতে পদ পেলেন মাশরাফি ও তার বাবা।
গতকাল রোববার (২০ জুন) নড়াইল জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই কমিটিতে সদস্য করা হয়েছে মাশরাফিকে। আর উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে মাশরাফির বাবা গোলাম মর্তুজাকে। এর মধ্য দিয়ে গোলাম মর্তুজাতো বটেই, মাশরাফি নিজেও প্রথমবারের মতো আওয়ামী লীগের কমিটিতে স্থান পেলেন।
এর আগে অবশ্য দলটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতে পদ পেয়েছিলেন মাশরাফি। তবে মূল কমিটি নয় বলে তিনি সেখানে মোটেও সক্রিয় ছিলেন না। এবার জেলা কমিটিতে পদ পাওয়ায় মাশরাফির নামের সামনে অনায়াসেই ‘রাজনীতিবিদ’ শব্দটিও লাগানো যাবে!
সংবাদচিত্র/খেলা/মাসুদ