অ্যাপল-এর আইওএস ব্যবহারকারীরা নিঃসন্দেহে একপ্রকার ঝুঁকির মধ্যে রয়েছেন। কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, আইওএস-এর ‘সাইডলোডিং’ অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করছে হ্যাকাররা।
গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই এই অ্যাপের মাধ্যমে তথ্য চুরি করছে হ্যাকাররা। সম্প্রতি অ্যাপলও ব্যবহারীদের এই বিষয়ে সতর্ক করেছে। তবে প্রশ্নের বিষয় হলো, অ্যাপল কিছুতেই ‘সাইডলোডিং অ্যাপ’ সরানোর ব্যাপারে সম্মতি দিচ্ছে না। তাই সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে এই বিষয়ে গুরুত্ব দেয়ার প্রস্তাব করেছে। একইসংগে আইফোনের সেবা কমানো কিংবা প্রতিদ্বন্দ্বীদের মতো সেবা দেয়ার সুপারিশ করেছে তারা।
অ্যাপল বলছে, বরাবরই তারা গ্রাহকের তথ্য সুরক্ষায় বদ্ধপরিকর। ‘সাইডলোডিং অ্যাপগুলো যদি সরিয়ে নেয়া হয় তাহলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে এবং ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা দেয়া সম্ভব হবে না। ফলে আইফোন সাইবার অপরাধী এবং স্ক্যামারদের টার্গেটে পরিণত হবে।
প্রযুক্তি জায়ান্টরা বলছেন, অ্যাপল চাইলে সাইডলোডেড অ্যাপে কিছু পরিবর্তন আনতে পারে।
সংবাদচিত্র/তথ্য প্রযুক্তি/রিজন খান