ক্রিকেট বিশ্বকাপের চলতি আসরে অপ্রতিরোধ্য ভারতকে অল্প রানেই থামিয়ে দিল অস্ট্রেলিয়া। ফাইনালের আগে বিশ্বকাপের ১৩তম আসরের স্বাগতিকদের হারাতে পারেনি কোনো দল।
ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০.২ ওভারে প্রথম সারির ৩ ব্যাটসম্যান হারিয়েছে চাপে পড়ে যায় ভারত। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল উল্লেখযোগ্য রান করলেও বাকিরা যাওয়া আসার মাঝে ছিলেন।
দলের ব্যাটিং বিপর্যয়ে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ১০৯ বলে ৬৭ রানের জুটি গড়েন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। ২৮.৩ ওভারে দলীয় ১৪৮ রানে সাজঘরে ফেরার আগে ৬৩ বলে চার বাউন্ডারিতে ৫৪ রান করেন কোহলি।
কোহলি আউট হওয়ার পর ফিফটি তুলে নিয়ে ফেরেন লোকেশ রাহুল। তিনি ১০৭ বলে মাত্র এক চারে ৬৬ রানে ফেরেন।
মিডল অর্ডার ব্যর্থতার দিনে ব্যাটিংয়ে প্রমোশন দেওয়া হয় রবীন্দ্র জাদেজাকে। তবে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি জাদেজা। দেখে-শুনে খেলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ৩৬তম ওভারের পঞ্চম বলে হ্যাজলউডের খাটো লেন্থের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২২ বলে ৯ রান।
এর পরে মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ দ্রুত ফেরায় ২৪০ রানে থামে ভারত। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদচিত্র ডটকম/ক্রিকেট