মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে অনলাইনেও হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান এই তথ্য জানিয়েছেন।
উপাচার্য আখতারুজ্জামান বলেন, লকডাউনের সময় সব ধরনের অ্যাকাডেমিক পরীক্ষা স্থগিত থাকবে।
লকডাউনে অনলাইনে পরীক্ষা নেয়ার সীমাবদ্ধতার বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের অনেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করছে। ইন্টারনেটের সংযোগ ভালো না হওয়ায় এসব শিক্ষার্থীকে ইন্টারনেট ব্যবহারের জন্য নিকটস্থ উপজেলা শহর কিংবা অন্যত্র যেতে হতে পারে। লকডাউন শুরু হলে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় যেতে পারবে না। তাই কঠোর লকডাউনের সময় অনলাইনে পরীক্ষা নেয়া সম্ভব হবে না।
লকডাউন শেষে শিক্ষার্থীদের সংগে সংশ্লিষ্ট বিভাগ-ইনস্টিটিউট কথা বলে এসব পরীক্ষা নেবে বলেও জানান এই উপাচার্য। গত ১ জুন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় স্নাতকের বিভিন্ন বর্ষ এবং স্নাতকোত্তরের পরীক্ষা জুলাই থেকে সশরীরে নেয়ারও সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় তা স্থগিত করা হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।
সংবাদচিত্র/শিক্ষা/আর.কে